শাজাহান খান দুঃখিত ও বিব্রত

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তাঁর হাসি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তিনি দুঃখিত। বিষয়টিতে তিনি বিব্রত। আজ মঙ্গলবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক অনুষ্ঠানে এ কথা বলেন।

গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন। পরে শাজাহান খান ওই দুর্ঘটনার ব্যাপারে সাংবাদিকদের হাসিমুখে প্রতিক্রিয়া দেন—যা তীব্র সমালোচনার মুখে পড়ে।

শাজাহান খান বলেন, সেদিন তিনি মোংলা বন্দর নিয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন। একপর্যায়ে সাংবাদিকেরা দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রশ্ন করতে থাকলে তিনি সে ব্যাপারে কিছুই জানতেন না বলে দাবি করেন। তাঁর দাবি, সাংবাদিকদের বলা হয়েছে অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন করতে। সাংবাদিকদের কথার ওপর ভিত্তি করেই তিনি হেসে ফেলেন। তাঁর হাসি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তিনি দুঃখিত।

মন্ত্রী বলেন, ‘আমার ভুল হচ্ছে আমি হাসি। যারা হাসে তাদের মানুষ ও সৃষ্টিকর্তা ভালোবাসেন। এখন আমার হাসা যদি ভুল হয়, তাহলে আমি আর হাসব না।’