হাতীবান্ধায় পিকআপ ভ্যানের চাপায় আনসার সদস্য নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ প্রকল্প সড়কে রহিদুল ইসলাম (২৫) নামের এক আনসার সদস্য পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি দোয়ানী ব্যারাজ প্রকল্পে আনসার ও ভিডিপি ফাঁড়িতে কর্মরত ছিলেন।

নিহত রহিদুলের বাড়ি পাশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। হাতীবান্ধার দোয়ানী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আফাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে দোয়ানী তিস্তা ব্যারাজ প্রকল্পের আবাসিক ভবন (রেস্ট হাউস) ‘অবসরে’ দায়িত্ব পালন করছিলেন রহিদুল ইসলাম। ডিউটি শেষে ওই প্রকল্পে আনসার ও ভিডিপি ফাঁড়িতে পায়ে হেঁটে ফিরছিলেন। পথে তিস্তা ব্যারাজের ১৫ নম্বর গেট সড়কে রংপুরগামী একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে রহিদুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উপপরিদর্শক আফাজুল হক বলেন, ব্যারাজ প্রকল্পের সিসিটিভি ফুটেজ দেখে পিকআপ ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।