টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজা জব্দ, আটক ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাঁশজানা এলাকা থেকে সোমবার ভোরে ৮৮ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় সেখান থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকা থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক নিয়ে টাঙ্গাইলের দিকে আসছে। এমন খবরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে প্রাইভেট কারটি টাঙ্গাইল শহরে প্রবেশ করার সময় র‍্যাব সেটিকে ধাওয়া করে আটক করে। এ সময় প্রাইভেট কার থেকে ৮৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, প্রাইভেট কার থেকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের মামুন মিয়া, ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুরের বাকরি বাজার এলাকার মো. রিয়াদ ও বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের রুবেল হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে মামলা হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।