আকাশপথে এল ইয়াবা, শাহজালালে ২ তরুণ গ্রেপ্তার

জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি
জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি

কক্সবাজার থেকে আকাশপথে ইয়াবা ঢাকার আনার পর সেই ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার হওয়া ওই দুই তরুণের নাম জিয়াউর রহমান (২২) ও জাহাঙ্গীর আলম (১৮)।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে তাঁরা ঢাকা আসেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তাঁদের সঙ্গে আনা ইয়াবার কথা স্বীকার করেন। জাহাঙ্গীর তাঁর পায়ুপথে দুই হাজার পিস ইয়াবা আনেন। আর দুই হাজার পিস ইয়াবার প্যাকেট গিলে নিয়ে আসেন জিয়াউর রহমান। পরে তাঁদের জুস ও ফল খাওয়ানো হয়। এতে জাহাঙ্গীরের পায়ুপথ থেকে ইয়াবগুলো বেরিয় আসে। তবে জিয়াউরের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় চিকিৎসকের পরামর্শ নিয়ে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের হস্তান্তর করা হয়েছে। টাকার বিনিময়ে ইয়াবা বহন করে নিয়ে এসেছেন বলে স্বীকার করেন তাঁরা।