বিএনপি ফাউল খেললে নির্বাচনের মাঠে লাল কার্ড: নাসিম

মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

মেসি-নেইমার গোল মিস করলেও শেখ হাসিনা গোল মিস করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি বলেছেন, বিএনপি পায়ে পা লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি যেন তাদের ২৯ সেপ্টেম্বরের সমাবেশ পেছায়, সে কথা বলেছেন তিনি। ওই তারিখে আওয়ামী লীগ ও ১৪ দল সমাবেশের ডাক আগেই দিয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে ন্যাশনাল হোমিওপ্যাথিক কংগ্রেস-২০১৮–এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন আগামী নির্বাচন পরিচালনা করবে। ডিসি, এসপিসহ সব প্রশাসন নির্বাচন কমিশনারের অধীনে কাজ করবে। আমাদের কথায় প্রশাসন চলবে না। শেখ হাসিনার কথায় প্রশাসন চলবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

বিএনপির উদ্দেশে মো. নাসিম বলেন, ‘২০১৪ সালে তারা খালি মাঠে গোল দিয়েছে। কিন্তু এবারের জাতীয় নির্বাচনে তারা খেলে গোল দিতে চায়। নৈরাজ্য সৃষ্টি করবেন না, ফাউল খেলবেন না। তাহলে নির্বাচনের মাঠে আপনাদের লাল কার্ড দেখানো হবে।’

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ রায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

হোমিওপ্যাথি চিকিৎসকদের উদ্দেশে মো. নাসিম বলেন, ‘হোমিওপ্যাথি হচ্ছে হাতের কাছের চিকিৎসা। অনেকেরই এ চিকিৎসায় বিশ্বাস ও আস্থা আছে। কিন্তু কিছু প্রতারকের কারণে এ আস্থায় চিড় ধরছে। এ ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসকদের সজাগ থাকতে হবে।’

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ন্যাশনাল হোমিওপ্যাথিক কংগ্রেস-২০১৮–এ প্রায় দেড় হাজার চিকিৎসক যোগ দিয়েছেন। এর ভেতরে বিদেশি চিকিৎসক আছেন ১২ জন।