সাভারে গ্যাসের আগুনে ৪ শ্রমিক দগ্ধ

ঢাকার সাভারে একটি কারখানার পাশে রান্না ঘরের গ্যাসের আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সাভারের হেমায়েতপুরে জাদুর চর এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়।

দগ্ধরা হলেন নূর মোহাম্মদ (৩০), আতাউর (২৫), আমিনুর (২৮) ও আতোয়ার (৩০)। তাঁরা ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

দগ্ধ নূর মোহাম্মদ বলেন, কারখানায় কাজ শেষে থাকার ঘরে গিয়ে তাঁরা কাপড় পাল্টাচ্ছিলেন। ওই সময় বাবুর্চি পাশের রান্না ঘরে গিয়ে চুলায় আগুন ধরাতে গেলে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে তাঁরা দগ্ধ হয়েছেন। সম্ভবত গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে এই ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয় পড়ায় ওই বাবুর্চির কিছু হয়নি।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে চারজনই হাসপাতালে চিকিৎসাধীন।