ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত

ঝিনাইদহে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ কিছু আলামত জব্দ করেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার একটি গ্রামের মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফি উদ্দিন ওরফে মিনা (৪৫)। তাঁর বাড়ি উপজেলার চোরকোল গ্রামে।

পুলিশ বলছে, মিনার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে—এমন সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে আজ শনিবার সকালে তাঁর পরিচয় জানা গেছে।

ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে একটি শাটারগান, ২টি গুলি ও একটি ককটেল পাওয়া যায়। শফির লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।