উন্নয়ন মেলায় 'উল্টো' বক্তব্য দিয়ে তোপে আ.লীগ নেতা

উন্নয়ন মেলায় বক্তব্য রাখছেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। ছবি: প্রথম আলো
উন্নয়ন মেলায় বক্তব্য রাখছেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে গত ১০ বছরে সরকারের উন্নয়নের কোনো কিছু দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলায় বিশেষ অতিথির বক্তব্য এই অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্যরা এই অভিযোগ নাকচ করে মোহাম্মদ আলীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

মোহাম্মদ আলী বলেন, গত ১০ বছরে টেকনাফে উন্নয়নের কোনো কিছু দৃশ্যমান হয়নি। বর্তমান সরকারের উন্নয়নের কোনো প্রচার এখানে নেই। কোনো কোনো প্রকল্পে সাইনবোর্ডও স্থাপন করা হয়নি। বিভিন্ন সংস্থা দুর্নীতিতে জড়িত।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান। তিনি বলেন, টেকনাফে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে, হচ্ছে। টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজমসহ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন ও যোগাযোগব্যবস্থায় নানা উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, ওসি রণজিৎ কুমার বড়ুয়া, সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন, টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, মোহাম্মদ আলী টেকনাফের উন্নয়নকে অস্বীকার করেছেন। অথচ গত ১০ বছরে এখানে যে উন্নয়ন হয়েছে, তা ঈর্ষণীয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্য বর্তমান সরকারের উন্নয়ন মেলার মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে।

টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। এই প্রেক্ষাপটে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্য দুঃখজনক। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান প্রথম আলোকে বলেন, উন্নয়ন মেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির যে বক্তব্য রেখেছেন, তা ঠিক হয়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে জানানো হয়েছে।