কোটা বহালের দাবি প্রতিবন্ধীদের

>

সরকারি চাকরিতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। শুক্রবার সকাল থেকে তারা ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালন করছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির ক্ষেত্রে আগেও প্রতিবন্ধী কোটা ছিল। বুধবার সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে বিদ্যমান কোটা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

শাহবাগ থেকে কাঁটাবনের দিকের সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
শাহবাগ থেকে কাঁটাবনের দিকের সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
হাতে লেখা পোস্টার নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেক শারীরিক প্রতিবন্ধী।
হাতে লেখা পোস্টার নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেক শারীরিক প্রতিবন্ধী।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ দাবি করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ দাবি করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া একজন দৃষ্টিপ্রতিবন্ধী
কর্মসূচিতে অংশ নেওয়া একজন দৃষ্টিপ্রতিবন্ধী