সংসদ নির্বাচন-সম্পর্কিত জাপার সিদ্ধান্ত গ্রহণের একক দায়িত্ব এরশাদের

হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

আসন্ন একাদশ সংসদ নির্বাচন-সম্পর্কিত সব ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত গ্রহণের একক দায়িত্ব দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ওপর ন্যস্ত থাকবে। একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে, না জোটগতভাবে নির্বাচন করবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দলের চেয়ারম্যানের। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও এরশাদ সিদ্ধান্ত নেবেন।

আজ রোববার জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং পার্টির সাংসদদের যৌথ সভায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাপা। ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করার বিষয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সাংসদ কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান, মো. সেলিম উদ্দিন, এ কে এম মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহজাবিন মোর্শেদ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, শফিকুল ইসলাম জিন্নাহ, জিয়াউল হক মৃধা, শওকত চৌধুরী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, প্রাদেশিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, নির্বাহী সদস্য খোরশেদ আরা হক, মো. আলতাফ হোসেন, শাহানারা বেগম, ডা. মো. আক্কাস আলী প্রমুখ। এ ছাড়া সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান খান, আবদুর রশিদ সরকার, মো. খালেদ আখতার, মুজিবুর রহমান সেন্টু, দিলারা খন্দকার, নুরুল ইসলাম ওমর, এম এ সাত্তার, মো. আবুল কাশেম, দেলোয়ার হোসেন খান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ আবদুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এ টিই উ তাজ রহমান, মহসিন রশীদ সভায় উপস্থিত ছিলেন।