আজ শুভ মহালয়া

আজ মঙ্গলবার শুভ মহালয়া। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চণ্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপর্ণ অনুষঙ্গ মহালয়া।
৩০ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হলেও মূলত আজ থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পাবেন। শুভ মহালয়া উপলক্ষে আজ বিভিন্ন মন্দির ও পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে আজ সকাল সাড়ে নয়টায় মহালয়ার ঘট বসবে।
আগামীকাল বুধবার ভোর ছয়টায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান হবে। চণ্ডীপাঠ ও ভক্তিমূলক সংগীত দিয়ে দেবীকে স্মরণ করা হবে।