পাঠ্যবই দেওয়া হবে ১ জানুয়ারি

নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

এবারও ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, নির্বাচনের বছর হলেও শিক্ষার্থীরা ঠিক সময়েই বই পাবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মাতুয়াইলে বিনা মূল্যের পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিত বিভিন্ন ছাপাখানা পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এবার প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪ কোটির বেশি শিক্ষার্থীর জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রায় ১১ কোটি বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বরের মধ্যে সব বই পৌঁছে যাবে। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, সদস্য মিয়া ইনামুল হক সিদ্দিকী (রতন সিদ্দিকী) প্রমুখ উপস্থিত ছিলেন।