ঢাকার ইন্দিরা রোডে কারখানায় আগুন

রাজধানীর ইন্দিরা রোডে কাগজের কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। রাজ্জাক প্যাকেজিং ফ্যাক্টরি নামের কারখানায় আজ রোববার দুপুর সাড়ে ১২টার পর আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়। আবাসিক এলাকার মধ্যে থাকা কারখানাটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা ৩৪ মিনিটে কার্টন তৈরির ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। এখন ছয়টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে।

বেলা একটার দিকে আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।’

কারখানাটির চারপাশে আবাসিক ভবন রয়েছে। স্থানীয় বাসিন্দা ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, কারখানা–লাগোয়া ভবনগুলো থেকে সব মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে। আশপাশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

কারখানার পাশের এক ভবনের এক গৃহবধূ বলেন, আগুনের উত্তাপ তাঁর বাসা পর্যন্ত পৌঁছে গেছে। বাসার বারান্দায় থাকা টবের গাছগুলো পুড়ে গেছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেছেন, ওই এলাকা থেকে কারখানাটি সরিয়ে নিতে তাঁরা অনেক দিন ধরেই বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কারখানাটি সরানো যায়নি।