ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান কাদেরকে জিজ্ঞাসাবাদ

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় তিন হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান।

দুদকের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তাঁকে সকাল সোয়া ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন ও গণমাধ্যমের খবর আমলে নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্রিসেন্ট গ্রুপের দুর্নীতির অভিযোগটি অনুসন্ধানে নামে দুদক।


অভিযোগ রয়েছে, জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখার গ্রাহক এম এ কাদের ব্যাংকটির ওই শাখার মাধ্যমে গত বছরের মে থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আড়াই হাজার কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেন। এর মধ্যে রপ্তানি মূল্য বাবদ বিদেশ থেকে ১ হাজার ২০৫ কোটি টাকা দেশে আনা হয়। বাকি ১ হাজার ২৯৫ কোটি টাকা আনা হয়নি। রপ্তানির নামে ব্যাংকের ওই শাখা থেকে ১ হাজার ১১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

বাংলাদেশ ব্যাংকের তদন্ত বলছে, সরকার থেকে নেওয়া নগদ সহায়তার টাকা দুবাই ও যুক্তরাষ্ট্রে পাচার করেছে গ্রুপটি। জনতা ব্যাংকের ইমামগঞ্জ করপোরেট শাখায় গ্রাহক হিসেবে ক্রিসেন্ট গ্রুপের ঋণ ২ হাজার ৭৬০ কোটি টাকা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকে রক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি কোনো গ্রুপকে অর্থায়ন করা যায় না। কিন্তু ব্যাংকটির শাখা থেকে ঋণ হিসেবে গেছে মূলধনের ৫৫ শতাংশ।

ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরের প্রতিষ্ঠান চারটি হলো: ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, ক্রিসেন্ট ট্যানারিজ, লেক্সকো লিমিটেড ও রূপালী কম্পোজিট লেদার। এর মধ্যে রিমেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান চলচ্চিত্র প্রযোজক-পরিচালক আবদুল আজিজ। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তিনি। আবদুল আজিজ আবদুল কাদেরের ভাই।

সম্প্রতি ক্রিসেন্ট গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পদ বিক্রির জন্য নিলাম ডেকেছে জনতা ব্যাংক। এভাবে ৩ হাজার ৪৪৫ কোটি টাকা আদায় করতে চায় ব্যাংকটি। নিলামকৃত সম্পদের মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার সাড়ে ১৬ শতাংশ প্লট, সাভার ও হাজারীবাগের জমি, যন্ত্রপাতিসহ কারখানা, চামড়া ও চামড়াজাত পণ্য।