দুই পেরিয়ে বিজ্ঞানচিন্তা

প্রথম আলোর সেমিনার কক্ষে বিজ্ঞানচিন্তার দুই বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আয়োজনে কেক কাটছেন ম্যাগাজিনটির সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, বিজ্ঞানচিন্তার উপদেষ্টা আরশাদ মোমেন, মুনির হাসান, বিজ্ঞানবক্তা আসিফ, বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন, বিজ্ঞানচিন্তার বিপণন ব্যবস্থাপক এ বি এম জাকারিয়া প্রমুখ। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো
প্রথম আলোর সেমিনার কক্ষে বিজ্ঞানচিন্তার দুই বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আয়োজনে কেক কাটছেন ম্যাগাজিনটির সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, বিজ্ঞানচিন্তার উপদেষ্টা আরশাদ মোমেন, মুনির হাসান, বিজ্ঞানবক্তা আসিফ, বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন, বিজ্ঞানচিন্তার বিপণন ব্যবস্থাপক এ বি এম জাকারিয়া প্রমুখ। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো

আকাশের গোমড়া মুখ হঠাৎ করেই আজ ঝলমলে হয়ে উঠেছে। কে জানে, বিজ্ঞানচিন্তার জন্মদিন বলেই কি না। সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, কিন্তু যানবাহনের ঠাস বুনোটে নাকাল শহরবাসী। তবু উৎসাহের কমতি নেই তরুণ বিজ্ঞানপ্রেমীদের। ঘড়ির কাঁটা চারটার ঘর ছুঁতে না ছুঁতেই লোকারণ্য প্রথম আলোর সিএ ভবনের সেমিনার কক্ষ। সেখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মাসিক বিজ্ঞানচিন্তার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দুই বছর আগে এই দিনেই প্রথম আলো পরিবার থেকে বাজারে এসেছিল মাসিক বিজ্ঞানচিন্তা। তৃতীয় বছরে এসে এটিই আজ দেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ম্যাগাজিন।

সোমবার বিকেল সাড়ে চারটায় শুরু হয় বিজ্ঞানচিন্তার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, সর্বস্তরে বিজ্ঞান প্রসারে সিটি ব্যাংকের সহায়তায় দুই বছর আগে জন্ম হয়েছিল বিজ্ঞানচিন্তার। আজ এটি দেশের লক্ষাধিক বিজ্ঞানপ্রেমীর স্বপ্নের ম্যাগাজিন। পাঠকদের ভালোবাসায় সিক্ত বিজ্ঞানচিন্তা এ দেশের নিত্যদিনের বিজ্ঞানচর্চায় আরও বড় ভূমিকা রাখতে চায়।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো

এরপর দেখানো হয় বিজ্ঞানচিন্তা-বিষয়ক একটি ডকুমেন্টারি। বিজ্ঞানচিন্তার দুই বছরের পথচলার একটি সংক্ষিপ্ত ইতিহাস উঠে আসে এই ডকুমেন্টারিতে। বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। এ দেশের তরুণদের বিজ্ঞানমুখী করতে বিজ্ঞানচিন্তার গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নিত্যদিনের প্রতিটি পদক্ষেপেই বিজ্ঞান লুকিয়ে আছে। সেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, আমরা জানিই না। কিন্তু বিজ্ঞানচিন্তা প্রতিদিন আমাদের সেসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবং চমৎকার ব্যাখ্যাসহ দিচ্ছে সেসবের সমাধানও।’

বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পাঠক, লেখক ও অতিথিরা। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো
বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পাঠক, লেখক ও অতিথিরা। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো

বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং বিজ্ঞানচিন্তার উপদেষ্টা আরশাদ মোমেন। তিনি বলেন, ‘তথাকথিত জনপ্রিয় ধারার বিজ্ঞানচর্চা থেকে বেরিয়ে বিজ্ঞানচিন্তাই প্রথম সিরিয়াস ধাঁচের বিজ্ঞানচর্চায় পাঠককে উৎসাহিত করছে। আমি আশা করি, আগামী ১০ বছরে বিজ্ঞানচিন্তা সিরিয়াস ধাঁচের বিজ্ঞান জার্নালে পরিণত হবে।’

বিজ্ঞানচিন্তার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত পাঠকদের জন্য ছিল বিশেষ কুইজ। কুইজের বিজয়ী ১০ জনকে বিজ্ঞানচিন্তার পক্ষ থেকে বিজ্ঞানবিষয়ক বই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অন্য রকম গ্রুপের পক্ষ থেকে তিনজন বিজয়ীকে দেওয়া তিনটি বিজ্ঞানবাক্স।

বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও মাসিক কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো
বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও মাসিক কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: প্রথম আলো

বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও বিজ্ঞানচিন্তার উপদেষ্টা মুনির হাসান। তরুণদের বিজ্ঞানমুখী করতে কীভাবে বিজ্ঞানচিন্তার জন্ম হলো, তিনি সে বিষয়ে স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘উন্নত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে মানবিক গুণাবলির চর্চা করতে হবে আর তাঁর জন্য প্রয়োজন বিজ্ঞানচিন্তার মতো একটি পত্রিকা।’

বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক গওহার নইম ওয়ারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক ফেলো কে এম মাকসুদুর রহমান, বিকাশ-এর সিএসআর অ্যান্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের ডিজিএম সায়মা আহসান, মেঘনা গ্রুপের মিডিয়া ম্যানেজার হাবিবুর রহমান, অন্য রকম গ্রুপের কো-অর্ডিনেটর মো. রাসেল সনেট, বিজ্ঞানবক্তা আসিফ, প্রথম আলোর ওভারসিস এডিটর সেলিম খান, বিজ্ঞাপন ব্যবস্থাপক রশিদুর রহমান সবুর, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন ও বিপণন ব্যবস্থাপক এ বি এম জাকারিয়া।