জমি থেকে তোলা হলো ৮ কেজি ওজনের একটি মিষ্টি আলু!

প্রায় আট কেজি ওজনের মিষ্টি আলু হাতে নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন। ছবি: সংগৃহীত
প্রায় আট কেজি ওজনের মিষ্টি আলু হাতে নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার এক কৃষি জমি থেকে প্রায় আট কেজি ওজনের একটি মিষ্টি আলু তোলা হয়েছে। বৃহস্পতিবার বিশাল এই আলুর খবর জানাজানি হলে অনেকে তা দেখতে আসেন। গত বুধবার বিকেলে উপজেলার নাটেশ্বর এলাকার নিজের কৃষি জমি থেকে আলুটি তোলেন কৃষক বেলায়েত হোসেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন কয়েক বছর আগে বাড়ির সামনে নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করে সেখানে তিনি বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে আসছিলেন। ছয় মাস আগে সেই জমিতে সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলু বপন করেন তিনি। বুধবার আলু ওঠাতে গিয়ে একটি বড় মিষ্টি আলু পান। পরে সেই আলুর ওজন করে দেখা যায়, ৭ কেজি ৭০০ গ্রামের বেশি।

বিশাল মিষ্টি আলু মাথায় নিয়ে আছে কৃষক বেলায়েত হোসেনের নাতি। ছবি: সংগৃহীত
বিশাল মিষ্টি আলু মাথায় নিয়ে আছে কৃষক বেলায়েত হোসেনের নাতি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল প্রথম আলোকে বলেন, সাধারণত এক দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। আলু এত বড় হওয়ার বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে জেলার ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের তথ্য মতে, ২ কেজির বেশি আলু ওজন হওয়া কথা নয়। বিষয়টি নিয়ে তাঁরা গবেষণা করবেন।