গণস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিউটিক্যালসকে ১৫ লাখ টাকা জরিমানা

ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও কেমিক্যাল পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিউটিক্যালস বিভাগকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর কাঁচামাল সংরক্ষণের তাপমাত্রা সঠিক না থাকায় অ্যান্টিবায়োটিক বিভাগকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। র‍্যাব, ওষুধ প্রশাসন, উপজেলা প্রশাসন অভিযানটি চালায়। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম এই অভিযানে নেতৃত্ব দেন।

সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, কেমিক্যালসহ বিভিন্ন উপাদান পাওয়া গেছে। অ্যান্টিবায়োটিক বিভাগে কাঁচামাল সংরক্ষণের তাপমাত্রা সঠিক পাওয়া যায়নি। বিকেল পাঁচটার পর এসি বন্ধ করে দেওয়া হয়। এসব নানা অভিযোগে ফার্মাসিউটিক্যালস বিভাগকে ১৫ লাখ টাকা জরিমানা ও অ্যান্টিবায়োটিক বিভাগকে সিলগালা করা হয়েছে।