নির্বাচনের আগে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’–এর প্রতিবাদ কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ২৪ অক্টোবর। ছবি: সংগৃহীত
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’–এর প্রতিবাদ কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ২৪ অক্টোবর। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি করা হয়েছে। আজ বুধবার রাজধানীতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এক কর্মসূচিতে এ দাবি করে।

সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মুখে কালো কাপড় বেঁধে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা প্রতিবাদে অংশ নেন। এতে মুক্তিযোদ্ধার সন্তানেরা বলেন, আগামী নির্বাচনে তাঁরা আওয়ামী লীগ সরকারের হয়ে সারা দেশে কাজ করবেন। এর জন্য তাঁরা নির্বাচনের আগেই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের বাস্তবায়ন চান।

সমাবেশে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’–এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য কোটা আমাদের জন্য উপহার ছিল। এটা হঠাৎ করে হারিয়ে গেল। আমরা চাই এই কোটা আবার ফিরে আসুক।’

আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতিমণ্ডলীর সদস্য সালমান মাহমুদ জসীম বলেন, ‘কখনো ভাবতে পারিনি, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমাদের রাস্তায় বসতে হবে। এখন তো আমাদের নির্বাচন নিয়ে কাজ করার কথা। সারা দেশে প্রধানমন্ত্রী, উন্নয়ন এসব নিয়ে কথা বলার কথা। সেই জায়গায় আমাদের মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে। আমাদের রাজপথে থাকতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে হবে।’

এই সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সংসদের সদস্যরা।

আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রশাসনের মধ্যে যাঁরা ঘাপটি মেরে আছেন, তাঁরা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা রাজপথে আছি, থাকব। আমাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কোটা সংস্কার করে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।’