সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে আজ বুধবার দুপুরের দিকে আগুন লাগে। ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে আজ বুধবার দুপুরের দিকে আগুন লাগে। ছবি: প্রথম আলো

রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে আজ বুধবার দুপুরের দিকে আগুন লাগে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শেষ করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে সিলভার টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

বিকেলে আগুন নেভার পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ সাংবাদিকদের বলেন, ২০ তলা ভবনের নবম তলায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, বহুতল ভবনটিতে ধোঁয়া দেখা যাওয়ার পর বিভিন্ন ফ্লোর থেকে লোকজন নেমে আসতে শুরু করেন। রাস্তায়ও ভিড় জমে যায়।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গুলশান ১ নম্বর সেকশনের ৫২ নম্বর হোল্ডিংয়ের এই ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।