কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রের ৭ দিনের কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী হাকিম রেহেনা আকতার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া স্কুলছাত্র শ্রীপুরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীপুরের একটি সরকারি কলেজের একাদশ শ্রেণির একটি কক্ষে ঢুকে পড়ে ওই স্কুলছাত্র। এ সময় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করলে অন্য ছাত্রীরা প্রতিবাদ করে। এতে ওই স্কুলছাত্র ক্ষিপ্ত হয়ে অপর এক কলেজছাত্রী আঘাত করে। এ সময় শিক্ষক এসে ওই ছাত্রকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ওই ছেলেকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।