দুই দালাল গ্রেপ্তার, কারাদণ্ড

রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। আদালত তাঁদের এক মাসের কারাদণ্ড দেন।

দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক সুমিত্রা সেন ও উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামসহ পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানিয়েছে, অভিযানের সময় দেখা যায়, দালালেরা সাবরেজিস্ট্রি অফিসগুলো নিয়ন্ত্রণ করছেন। দুদকের দলটির উপস্থিতি দেখে কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হস্তান্তর করা হয়। আদালত দুজনকেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।