খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে খিলক্ষেত এলাকায় উড়ালসেতুর নিচে তাঁর লাশ পড়ে ছিল। ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের দাবি, মৃত ব্যক্তি ‘পাগল’ ছিলেন।

ঢাকার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সকালে খিলক্ষেতে রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পড়ে থাকার খবর জানা যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও সাদা-নীল রঙের লুঙ্গি। ট্রেনের ধাক্কায় তাঁর মাথা ফেটে গিয়েছিল। তবে কোন ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, এ তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। সকালে লাশ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, ঘটনাটি ভোরবেলা ঘটেছে। আশপাশের লোকজন জানিয়েছেন, তিনি ‘পাগল’ ছিলেন।