সিইসি ও ইসি সচিব আ.লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের সচিব আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আত্মবিক্রয় করা কয়েকজন লোক দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। তাঁরা সমস্ত শক্তি দিয়ে জনগণের ভোটাধিকার চিরদিনের জন্য হরণ করে নিতে শেখ হাসিনার মনোবাঞ্ছা পূরণে নিরন্তর কাজ করছেন।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সিইসিসহ কয়েকজন কমিশনার ভোটারবিহীন সরকারের একনিষ্ঠ সেবক। তাই এ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ও সামাজিক সংগঠন, নির্বাচন পর্যবেক্ষকদের ইভিএম পদ্ধতি ব্যবহার নিয়ে বিরোধিতা সত্ত্বেও নির্বাচন কমিশন সেই ইভিএম পদ্ধতি আগামী নির্বাচনে ব্যবহার করতে চাইছে। সীমিত আকারের কথা বলা হলেও আরপিও সংশোধন করে তাঁরা ব্যাপকভাবেই আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করবে।

রিজভী আরও বলেন, সবার মত অগ্রাহ্য করে নির্বাচন কমিশনের একতরফাভাবে ইভিএম চালু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার শামিল।