এভাবে তিন শিশু দ্বগ্ধ!

বাড়ির ছাদে খেলছিল তিন শিশু। এ সময় ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পার্ক হয়। এতে দ্বগ্ধ হয় তিনজনই। টঙ্গীর গোপালপুর এলাকায় আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দ্বগ্ধ শিশুরা হলো অনিক দেওয়ান (১১), মো. জিহাদ (১১) ও রাকিবুল ইসলাম রাকিব (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

অনিকের চাচা ফরহাদ জানান, দুপুরে তিন শিশু গোপালপুর এলাকার তাদের তৃতীয় তলার ছাদে খেলা করছিল। এ সময় হঠাৎ বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার বিকট শব্দে স্পার্ক করে এবং এতে তিন শিশু দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়। তাদের বাসা একই এলাকায়।

বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে মো. বাচ্চু মিয়া বলেন, তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। অনিকের ১৪ শতাংশ, জিহাদের ৩০ শতাংশ, রাকিবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে, তাদের সবারই মুখমণ্ডল ঝলসে গেছে। তিনজনই ভর্তি রয়েছে।