কুষ্টিয়ায় বিজিবির সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা কুড়িম মাঠে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হাইদুল (২৬)। তিনি উপজেলার জামালপুর গ্রামের হাবুর ছেলে। পুলিশের দাবি, হাইদুল চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান প্রথম আলোকে বলেন, কুড়িম মাঠ এলাকায় বিজিবির টহল দলকে লক্ষ্য করে চোরাকারবারিরা গুলি ছোড়ে। এরপর বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই চোরাকারবারিরা পালিয়ে গেলে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের সুরতহাল শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার কথা শুনে তিনি সেখানে যান। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাশ ঘিরে রেখেছেন। রাতে সীমান্ত এলাকায় গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে বিজিবির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের পাওয়া যায়নি।