ব্যারিস্টার মইনুলকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দিতে নির্দেশ হাইকোর্টের

ঢাকার আদালতে ব্যারিস্টার মইনুল হোসেন। ফাইল ছবি
ঢাকার আদালতে ব্যারিস্টার মইনুল হোসেন। ফাইল ছবি

মানহানির মামলায় গ্রেপ্তার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণির বন্দী সুবিধা দিতে (ডিভিশন) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন। মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন গত বৃহস্পতিবার রিটটি করেন। গতকাল রোববার এটি শুনানি শেষে আজ আদেশ দেওয়া হলো।

গতকাল আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে গতকাল রোববার আরও তিনটি মামলা হয়েছে। টেলিভিশন টক শোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে গতকাল রাজশাহী, যশোর ও শেরপুরে আলাদা তিনটি মামলা হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত মইনুলের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২১।