খালেদা জিয়ার সাজার প্রতিবাদে মিছিল

খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা–কর্মীরা। ছবি: প্রথম আলো
খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা–কর্মীরা। ছবি: প্রথম আলো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ডের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা–কর্মীরা।

আজ সোমবার দুপুরে রায় ঘোষণার পরপরই দলীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীরা মিছিল করেন। তাঁরা রায়ের প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

মিছিলে ৫০ থেকে ৬০ জনের মতো নেতা-কর্মী ছিলেন। মিছিলটি অল্প সময়ের জন্য সড়কে থেকে বিক্ষোভ প্রদর্শন করে। আর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে রায়ের প্রতিক্রিয়া জানান। এ সসয় দলটির আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন।

আজ বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দেন আদালত। কারাবন্দী খালেদা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।