অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান তিনি। ওই রিকশাচালকের নাম মো. আলামিন (৬০)।

আলামিনের ছেলে মো. মনিরুল ইসলাম জানান, তাঁর বাবা কামরাঙ্গীরচরে নার্সারিগলির সুলতান মহাজনের রিকশার গ্যারেজে থাকতেন এবং রিকশা চালাতেন। গতকাল রোববার আলামিন রিকশা নিয়ে বের হন। রাত ১২টার দিকে খবর পান, একই থানার কসাইগলি চিনিবাড়ির মোড়ে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে গ্যারেজে আনা হয় এবং তেঁতুল–পানি খাওয়ানো হয়। তিনি জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তাঁর বাবা। সকালে তাঁর অবস্থা আরও খারাপ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।