বনানীতে ৮ লাখ টাকার আমদানিনিষিদ্ধ সিগারেট উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট পাচার করে আনার অভিযোগে সাইদুর ইসলাম (২৯), হারিচউর রহমান (৪৫), আবুল কালাম আজাদ (৪৯), বোরহান (৪৫) ও আবুল খায়ের (৬৫) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এঁদের কাছ থেকে ২ হাজার ১৪ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ হওয়া সিগারেটের দাম আট লাখ টাকা। ছবি: সংগৃহীত
শুল্ক ফাঁকি দিয়ে আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট পাচার করে আনার অভিযোগে সাইদুর ইসলাম (২৯), হারিচউর রহমান (৪৫), আবুল কালাম আজাদ (৪৯), বোরহান (৪৫) ও আবুল খায়ের (৬৫) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এঁদের কাছ থেকে ২ হাজার ১৪ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ হওয়া সিগারেটের দাম আট লাখ টাকা। ছবি: সংগৃহীত

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সিগারেট দেশে আনতেন। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করা হতো আমদানিনিষিদ্ধ এসব সিগারেট। বনানী বাজারের সামনে এভাবে বিদেশি সিগারেট বিক্রি করছিল একটি চক্র। তবে র‍্যাবের অভিযান টের পেলে পালানোর চেষ্টা করছিল চক্রটির সদস্যরা। পালানোর সময় অবশ্য ধরা পড়েন চক্রের পাঁচ সদস্য। 

গ্রেপ্তার পাঁচজন হলেন সাইদুর ইসলাম (২৯), হারিচউর রহমান (৪৫), আবুল কালাম আজাদ (৪৯), বোরহান (৪৫) ও আবুল খায়ের (৬৫)। এঁদের কাছ থেকে ২ হাজার ১৪ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ হওয়া সিগারেটের দাম আট লাখ টাকা।

গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ সোমবার দুপুরে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারিদের একটি চক্র বনানী বাজার এলাকায় বিদেশি সিগারেট কেনাবেচার খবর পায় র‌্যাব-৩–এর একটি অভিযানকারী দল। এ খবর পেয়ে গতকাল রাত ১১টা ২০ মিনিটের দিকে বনানী বাজার–সংলগ্ন ১০ নম্বর রোড হাবিব ম্যানসনের পশ্চিম পাশে রস মিষ্টির দোকানের সামনে পৌঁছায় র‌্যাবের দলটি। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী দলে সদস্যরা পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে পাচারকারী দলের পাঁচজনকে গ্রেপ্তার করেন। এঁদের কাছ থেকে জব্দ করা হয় বিদেশি বিভিন্ন ২ হাজার ১৪ প্যাকেট সিগারেট। এসব সিগারেটের আনুমানিক মূল্য আট লাখ টাকা। ধরা পড়া আসামিরা এসব সিগারেট আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।