প্রথম শ্রেণির বন্দীর সুবিধা পেলেন মইনুল হোসেন

ব্যারিস্টার মইনুল হোসেন
ব্যারিস্টার মইনুল হোসেন

মানহানি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা (ডিভিশন) দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে কারা কর্তৃপক্ষ তাঁকে এই সুবিধা দেয়। ফলে এখন থেকে প্রথম শ্রেণির বন্দীদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন মইনুল হোসেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা (ডিভিশন) দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছি। এখন থেকে তিনি ডিভিশনের সুযোগ-সুবিধা পাবেন। তাঁকে উন্নত মানের খাবার ছাড়াও নিয়মিত পত্রিকা দেওয়া হবে।’

মানহানির মামলায় গ্রেপ্তার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে (ডিভিশন) সোমবার হাইকোর্ট নির্দেশ দেন।

প্রসঙ্গত, টক শোতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হলে ২২ অক্টোবর মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি নিয়ে মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।