মানববন্ধন ও গণ-অনশনসহ দুই দিনের কর্মসূচি বিএনপির

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে আরও দুই দিন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৩১ অক্টোবর মানববন্ধন এবং ১ নভেম্বর গণ–অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। দুটি কর্মসূচিই সারা দেশের জেলা সদর ও মহানগরে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকালের বিক্ষোভ কর্মসূচি পালন ছাড়াও ৩১ অক্টোবর সারা দেশে মানববন্ধন, ১ নভেম্বর ঢাকাসহ সারা দেশে গণ–অনশন কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘আমরা ঢাকাসহ সারা দেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার জন্য।’

মানববন্ধনের সময় সম্পর্কে রিজভী বলেন, ‘ঢাকায় মানববন্ধন হবে প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর অনশনের জন্য আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন অথবা মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করব।’

ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে রিজভী বলেন, ‘আজ আমাদের নেতারা আলোচনা করেছেন শুধু খালেদা জিয়ার সাজার বিষয়ে। সংলাপের বিষয়ে আর কোনো আলোচনা হয়নি৷’

সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মজিবর রহমান সরোয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।