ফেনীতে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব শুরু

ফেনীতে ‘যোগ দাও যুক্তির মেলায়—করো যুক্তি দিয়ে বিশ্বজয়’ স্লোগানকে সামনে রেখে আজ বুধবার ফেনীতে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উৎসব উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র পাল।

প্রথম আলো ফেনী বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি মো. আবু তাহের। অনুষ্ঠানে মহিপাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, ফেনী সরকারি কলেজশিক্ষক পরিষদের সম্পাদক ও জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ফেনী জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা জন্নাত আরা জ্যোতি, নোয়াখালী জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এইচ এস টি কামরান, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক, যুক্তি, যুক্তি খণ্ডন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়তে উৎসাহিত করে। পাঠ্যবইয়ের বাইরের জগৎকে জানতে ও বুঝতে সহায়তা করে। তাঁরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক উৎসব আয়োজনের আহ্বান জানান।

বিতর্ক উৎসব ও প্রতিযোগিতায় ফেনী ও নোয়াখালীর ১৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাইস্কুল, ফেনী সিটি গার্লস স্কুল, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সোনাগাজীর আল হেলাল একাডেমি, আর এম হাট কে উচ্চবিদ্যালয়, ফেনীর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল, ফেনী কলেজিয়েট স্কুল, হলিক্রিসেন্ট স্কুল, নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

উৎসবে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও বিতর্ক কুইজ অনুষ্ঠিত হবে। সব শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার দেওয়া হবে।