কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার বিকেলে পর্যন্ত উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামে ৮ থেকে ১০টি কুকুরের আক্রমণে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ব্রহ্মোত্তর গ্রামের মো. সেকান্দরের কন্যাশিশু সাদিয়া আক্তার (১১), একই গ্রামের সোনা মিয়া (৬৮), মো. শাহেদ (১৪), কবির আহমেদ (৭৫), মো. সোলায়মান (৫০), ঝুলি শীল (৩০), নুরুল হক (৬৫), নূরনাহার বেগম (৫০) ও শামসুল হক (৫০)। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ফৌজদারহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাঈল সিকদার বলেন, ‘পাগলা কুকুরের আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। বিশেষ করে নারীরা বাড়ির বাইরের কাজকর্ম ও শিশুরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।’ এলাকার ৮টি গরু, ৫টি ছাগল ও ১০টি মুরগিকে কুকুর কামড়িয়েছে বলেও জানান তিনি।