সংবিধানের বাইরে কথা হবে না: সংলাপ প্রসঙ্গে নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রথম আলো ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রথম আলো ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংবিধানের বাইরে কোনো কথা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি মাঠে ‘বিএনপি জামায়াত জোটের’ মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওই সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, সংবিধানের বাইরে কোনো কিছুই ১৪ দল মেনে নেবে না। সংবিধানে যা আছে, সে অনুযায়ীই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন হবে।

আজ থেকে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সামনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। পাড়া-মহল্লায় সতর্ক অবস্থায় থাকতে হবে। কেউ যেন কোনো চক্রান্ত না করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, যারা সংলাপ চায়, তাদের সবার সঙ্গেই সংলাপ হবে। তবে নির্বাচন হবে সংবিধান মোতাবেক।