চট্টগ্রামে ফিজিকস অলিম্পিয়াড শুরু

ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা আজ শুক্রবার সকালে শুরু হয়েছে।

সকাল নয়টায় চট্টগ্রাম নগরের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়।

পরীক্ষা শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এসে শেষ হয়।

বেলা ১১টায় অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম শমসের আলী।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা।

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রতিটি গ্রুপ থেকে ২০ জন করে সর্বোচ্চ নম্বরধারী মোট ৬০ জনকে বাছাই করা হবে, যারা জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

আগামী জানুয়ারিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় অলিম্পিয়াড হবে।