দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মেলেনি

বগুড়ার শেরপুর অংশের মহাসড়কে গাড়ির চাপায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২ নভেম্বর) দিবাগত রাত তিনটায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার রাজাপুর এলাকা থেকে শেরপুর থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মৃত এই ব্যক্তির পরেন ছিল লুঙ্গি ও নীলরঙের জামা। দুর্ঘটনাস্থলের পাশে পড়েছিল কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ। এই ব্যাগে ছিল একটি লুঙ্গি, গামছা ও একটি কাঁথা। তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর।

লাশটি উদ্ধারের পর আজ (শনিবার) সকালে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি কোনো যানবাহন থেকে পড়ে বা চাপা পড়ে মারা যেতে পারেন। তাঁর ধারণামতে এই মৃত ব্যক্তিটি দিনমজুর হতে পারে। এই দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের মাঝখানে। এরপর মহাসড়ক দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় এই ব্যক্তির মাথা ও ডানপা থেঁতলে গেছে। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।