নির্বাচন নিয়ে আইনি কাঠামো ঠিক করছে ঐক্যফ্রন্ট

ফাইল ছবি
ফাইল ছবি

আইনজ্ঞ শাহদীন মালিক বলেছেন, সংবিধানসম্মতভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করতে আইনি কাঠামো ঠিক করছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান শাহদীন মালিক।

দ্বিতীয় দফা সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট আইন বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে। সে কারণে আজ মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চেম্বারে আইনজ্ঞদের নিয়ে বৈঠক করছেন ঐক্যফ্রন্টের নেতারা।

বৈঠক চলাকালেই শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, তাঁদের চাওয়া দেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। সে জন্য আইন বিশেষজ্ঞরা সমাধান বের করার জন্য বসেছেন। এ ছাড়া তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে সংসদ বহাল রেখে বা ভেঙে দিয়ে নির্বাচন করার জন্য। তবে বর্তমান পরিস্থিতে সংসদ বহাল রেখে নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড’ হবে না।

আজকের বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, আইনজীবী বোরহান উদ্দিন, বিএনপির মওদুদ আহমদ, গণফোরাম থেকে সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর।