বিএসএমএমইউতে স্টেমসেল থেরাপি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

স্টেমসেল থেরাপি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি। ছবি: সংগৃহীত
স্টেমসেল থেরাপি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি। ছবি: সংগৃহীত

দেশে দ্বিতীয়বারের মতো স্টেমসেল থেরাপি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি আয়োজিত দিনব্যাপী এই সম্মেলন গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভারত, জাপান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পাঁচ শতাধিক লিভার বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. মামুন আল মাহতাব। তাঁর বক্তব্যে স্টেমসেল বিষয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিশেষজ্ঞদের সাফল্যের কথা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. মুস্তাফিজুর রহমান, বিএসএমএমইউর উপ-উপাচার্য ডা. মো. রফিকুল আলম, বিএসএমএমইউর কোষাধ্যক্ষ ডা. মো. আতিকুর রহমান প্রমুখ।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এই সম্মেলন এবং পাশাপাশি সোসাইটির অন্যান্য পদক্ষেপ এই দেশে স্টেম সেল ও রিজেনারেটিভ মেডিসিনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির প্রেসিডেন্ট ডা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণাপত্র উপস্থাপন করেন প্রবাসী লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, ডা. শেখ আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষক সজীব চক্রবর্তী প্রমুখ।