দেশলাইয়ের কাঠি জ্বালতেই...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর মিরাজনগর এলাকায় ইউনুস টাওয়ারের সপ্তম তলায় স্যানিটারির কাজ করার সময় আগুন লেগে দুজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ দুই ব্যক্তি হলেন রিয়াজ হাওলাদার (২৫) ও মোহাম্মদ সোহেল (২২)। পেশায় তাঁরা স্যানিটারি মিস্ত্রি। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তাঁদের শরীরের ২৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

রিয়াজের সহকর্মী শাহীন জানান, সকালে ইউনুস টাওয়ারে কাজে যান রিয়াজ ও সোহেল। এ সময় একটি ঘরে তাঁরা গ্যাসের গন্ধ পান। এ সময় দেশলাইয়ের কাঠি জ্বেলে তাঁরা গ্যাসের উপস্থিতি পরীক্ষা করতে যান। তখন বিকট শব্দ হয় এবং আগুন লেগে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রিয়াজের বাড়ি বরিশালের নলসিটি ও সোহেলের বাড়ি বরিশালের সেনবাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।