জামায়াতের নিবন্ধন বাতিল, ইসিকে মুক্তিযুদ্ধ মঞ্চের ধন্যবাদ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ৷ এ ছাড়াও, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিজয় কামনা করেছে সংগঠনটি রাজাকারদের যেন কেউ ভোট না দেয়, সেই দিকে লক্ষ রাখবে মঞ্চ।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজনের আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ৷ কর্মসূচিতে নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কামনাসহ সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি পুনর্ব্যক্ত করে সংগঠনটি

অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘মুক্তিযুদ্ধকালে এবং পরে জামায়াতে ইসলামী একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে প্রথমে জিয়াউর রহমান ও পরে খালেদা জিয়া জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠিত করেন৷ সম্প্রতি যে কোটা আন্দোলন হলো, এর উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা৷ স্বাধীনতাবিরোধীরা চাকরি পেলে স্বাধীনতাকে নস্যাৎ করে দেবে৷ স্বাধীনতাকে রক্ষা করতে হলে মুক্তিযোদ্ধা প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে নৌকা জিতলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা পাবে৷ স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেবে৷ রাজাকারদের যেন কেউ ভোট না দেয়, সেই দিকে মুক্তিযোদ্ধা প্রজন্মকে লক্ষ রাখতে হবে।’

মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন বলেন, ‘যেদিন মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হলো, সেদিনই আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলাম৷ এখন আমরা আনুষ্ঠানিক আন্দোলন করছি৷ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কর্মসূচি কিছুটা শিথিল করেছি৷ কিন্তু আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তার দাঁতভাঙা জবাব আমরা দেব৷ শেখ হাসিনাকে ক্ষমতায় আনার মাধ্যমে আমরা দাবি আদায় করতে চাই৷ বিএনপি-জামায়াতের গুন্ডাবাহিনী যাতে বিজয় ছিনিয়ে নিতে না পারে, সেদিকে আমরা খেয়াল রাখব৷’

অনুষ্ঠানে বক্তারা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও তাঁর নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কড়া সমালোচনা করেন৷ স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আনতেই ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছেন উল্লেখ করে তাঁরা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে তাঁরা সোচ্চার থাকবেন এবং আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা আওয়ামী লীগের পক্ষে থাকবেন৷

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যসচিব আসিবুর রহমান খান, মঞ্চের যুগ্ম সদস্যসচিব মনির হোসেন মোল্লা, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আমীর হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য দেন৷