চট্টগ্রাম-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা

ফজলে করিম চৌধুরী (আ.লীগ), মাহফুজুল হায়দার চৌধুরী (আ.লীগ), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), গোলাম আকবর খন্দকার (বিএনপি)
ফজলে করিম চৌধুরী (আ.লীগ), মাহফুজুল হায়দার চৌধুরী (আ.লীগ), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), গোলাম আকবর খন্দকার (বিএনপি)

এবারের নির্বাচনেও চট্টগ্রাম-৬ আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা তিনবারের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ওপর আবারও আস্থা রাখতে চান স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা। 

এ আসনে মনোনয়ন চাইতে পারেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী।

অন্যদিকে সুষ্ঠু ভোট হলে একসময় নিজদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাউজান আসনটি ফিরে পাবেন বলে আশা বিএনপির নেতা-কর্মীদের।
তবে এখানে বিএনপি দুধারায় বিভক্ত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে এই দুটি ভাগ। দুজনই মনোনয়ন চাইছেন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনয়ন চাইতে পারেন অধ্যক্ষ ইলিয়াস নূরী।