ঢাবির ঘ ইউনিটের পুনঃপরীক্ষায় পাস ৬১.১ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষায় ৬১.১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। আজ সোমবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে পরীক্ষা দিয়েছেন৷ গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

পুনঃভর্তি পরীক্ষায় আগের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জনের মধ্যে ১৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ন্যূনতম পাস নম্বর পেয়েছেন ৯ হাজার ৮৮৬ জন (৬১.১ শতাংশ) ৷ আগের পরীক্ষায় পাসের হার ছিল ২৬ দশমিক ২১ শতাংশ ৷ ওই পরীক্ষায় উত্তীর্ণদের ৬ হাজার ২৯৫ জন পুনঃপরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে এবার ১ হাজার ৬১৫ আসনের বিপরীতে মোট ৯৫ হাজার ৩৪১ জন প্রার্থী আবেদন করেন। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী অংশ নেন ৷ এর মধ্যে ১৮ হাজার ৪৬৩ জন ন্যূনতম পাস নম্বর পান ৷ পরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ ও আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা আবার নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

‘ঘ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে আসা পরীক্ষার্থীদের ৬ হাজার ৮১৪ জন, মানবিক বিভাগ থেকে আসা পরীক্ষার্থীদের ১ হাজার ৯০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা পরীক্ষার্থীদের ১ হাজার ১৭২ জন ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৷

আজ সোমবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের www.admissions.eis.du.ac.bd ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের পুনঃ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ৷ মোবাইলের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে ৷ যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে৷

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ভর্তি হতে আগ্রহীদের ‘চয়েস ফরম’ ২০ থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে৷ এছাড়া, ২৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ফলাফল নিরীক্ষণের আবেদন করা যাবে৷ ২৬ নভেম্বর সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে ৷