চলন্ত ট্রেনে পাথর ছুড়ে দুজনকে আহত

কে বা কার ছোড়া পাথরে ট্রেনের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে দুই যাত্রী আহত হন। ছবি: সংগৃহীত
কে বা কার ছোড়া পাথরে ট্রেনের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে দুই যাত্রী আহত হন। ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের জানালা ভেঙে পাথর এসে ভেতরে পড়ল। আহত হলেন দুই যাত্রী। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে। 

আহত যাত্রীরা হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসনাবাদ এলাকার মাসুদ রানা (৩২) ও রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা গ্রামের আতাউর রহমান (৩৫) । জানালার ভাঙা কাচে মাসুদ রানার চোখের দেড় ইঞ্চি নিচে ক্ষত সৃষ্টি হয়েছে। আর গালের ওপরে পাথর এসে পড়ায় আতাউর রহমান খানিকটা আহত হয়েছেন।

রাজশাহী রেলওয়ে থানার সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা পাথর ছুড়ে মারে। এ সময় জানালার কাচ ভেঙে ভেতরে এসে দুই যাত্রীর গায়ে লাগে। এতে তাঁরা আহত হন। ট্রেনের গার্ডের কাছে ফার্স্ট এইড বক্স থাকে। তা দিয়েই তারা দুই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেছেন। তাঁরা মোটামুটি ভালো আছেন। খালেদুর রহমানের সঙ্গে কথা বলার সময় ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়ছিল।