সাংসদ বদির স্ত্রী প্রার্থী হলে 'যে লাউ সেই কদু'

শাহীন আকতার চৌধুরী
শাহীন আকতার চৌধুরী

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীক পেতে পারেন বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির প্রথম স্ত্রী শাহীন আকতার চৌধুরী। ইয়াবা ব্যবসার অভিযোগের পরিপ্রেক্ষিতে বদিকে এবার দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে না।

দলের অন্য মনোনয়নপ্রত্যাশীদের বাদ দিয়ে বদীর স্ত্রীকে নৌকার মাঝি করার ঘোষণায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ভোটারদের মধ্যেও চলছে আলোচনা-সমালোচনা। তাঁদের ভাষ্য, বদির স্ত্রীকে নৌকার প্রার্থী করা মানে ‘যে লাউ সেই কদু’।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিতর্ক এড়াতে বদিকে দলের মনোনয়ন দেওয়া হচ্ছে না, তাঁর স্ত্রীকে দেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, কক্সবাজার-৪ আসনের জন্য দলের ২২ জন নেতা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, বিএনপির শক্তিশালী প্রার্থীকে পরাজিত করতে হলে দলের শক্তিশালী একজন নেতাকে মনোনয়ন দেওয়া জরুরি ছিল। ইয়াবার অভিযোগে সাংসদ বদিকে দলের মনোনয়ন থেকে বাদ দেওয়ায় মানুষ খুশি। কিন্তু তাঁর স্ত্রীকে মনোনয়ন দেওয়া হলে এটা হবে যে লাউ সেই কদু।