মনোনয়ন লড়াইয়ে কামরুল

কামরুল আহসান
কামরুল আহসান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। তিনি ছাড়া এ আসন থেকে আরও চারজন দলীয় মনোনয়নপ্রত্যাশী আছেন।

কামরুল ছাড়া অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান সাংসদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম।

দলীয় নেতা-কর্মীরা জানান, উপজেলাজুড়ে কামরুল আহসান পথসভা ও উঠান বৈঠক করছেন। কামরুল আহসান সরকার বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার আবার ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগের একজন প্রার্থী হয়ে আমি সেই উন্নয়ন বাস্তবায়নে অংশীদার হতে চাই। তরুণ প্রজন্মকে উন্নয়নমুখী করার মাধ্যমে গাজীপুর শিল্পাঞ্চলকে দেশের একটি আদর্শ শহরে পরিণত করার স্বপ্ন দেখছি।’   

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, দলীয় মনোনয়ন অনেকেই চাইতে পারেন। তাই বলে এবারই তিনি (কামরুল) মনোনয়ন পেয়ে যাবেন, তা না–ও হতে পারে।