সংঘাত-রক্তপাত-প্রাণহানি নয়, নির্বাচন চাই: সিইসি

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের শেষ দিনের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা। ছবি: পিআইডি
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের শেষ দিনের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা। ছবি: পিআইডি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমরা চাই একটা নির্বাচন। আমরা চাই না সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংঘাত হোক এবং সেখানে কোনো রকম রক্তপাত হোক অথবা প্রাণহাণি ঘটুক।’ আজ সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিনের কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনে তিন ব্যাচে ৬৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং দিচ্ছে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, ‘এই ওরিয়েনটেশনের মাধ্যমে আপনাদের অবস্থান আমরা জানলাম। আমাদের অবস্থানও আপনারা জানলেন। আমাদের অবস্থান হলো সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে। অবাধ মানে—ভোটার ভোটকেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে যাবেন এবং বাড়িতে গিয়ে নিরাপদে বসবাস করবেন। আর চারদিকের পরিবেশ নিরাপদ রাখার দায়িত্বে আপনারা থাকবেন।’

কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেদিনটা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনাদের বিচলিত করা হয়, অনেক সময় আপনাদের নানা কারণে উসকানিমূলক পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়। আপনাদের মিসগাইড করা হয়। এ ধরনের অবস্থাগুলো আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে।’