দ্বিতীয় দিনে মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশে দাঁড়িয়ে নেতা–কর্মীরা। ছবি: আহমেদ জায়িফ
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশে দাঁড়িয়ে নেতা–কর্মীরা। ছবি: আহমেদ জায়িফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে বিএনপি দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে।

আজ প্রাথমিকভাবে বেশ কয়েকটি আসনের প্রার্থীর নাম জানা গেছে। তাঁরা হলেন ফরিদপুর–৪ আসনে শাহরিয়া ইসলাম শায়লা, ফরিদপুর–২ আসনে মোহাম্মদ শহিদুল ইসলাম, ময়মনসিংহ–১ আসনে এমরান সালেহ প্রিন্স, চট্টগ্রাম–৮ আসনে আবু সুফিয়ান, কুমিল্লা–৫ আসনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস, কুমিল্লা–৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, জামালপুর–৪ আসনে ফরিদুর কবির তালুকদার শামীম, কিশোরগঞ্জ–১ আসনে মোহাম্মদ রেজাউল করিম খান, ময়মনসিংহ–৪ আসনে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, কিশোরগঞ্জ–৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল, জামালপুর–১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত, কুমিল্লা–৩ আসনে শাহিদা রফিক, কুষ্টিয়া–৩ আসনে অধ্যাপক সোহরাব উদ্দীন, কুষ্টিয়া–৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুনি ও নুরুল ইসলাম আনসার পরামাণিক। 

মনোনয়নের চিঠি দেওয়া উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এলাকায় আজও সকাল থেকে মনোনয়নপ্রত্যাশী, তাঁদের অনুসারী ও সমর্থকদের জটলা দেখা যায়। আজ সকাল ১০টা থেকে মনোনয়নের চিঠি দেওয়ার কথা ছিল। কিন্তু চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয় বেলা পৌনে একটার দিকে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশে দাঁড়িয়ে নেতা–কর্মীরা। ছবি: আহমেদ জায়িফ
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশে দাঁড়িয়ে নেতা–কর্মীরা। ছবি: আহমেদ জায়িফ

গতকাল সোমবার বিএনপি দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু করে। গতকাল সকাল থেকে চিঠি দেওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে চিঠি দেওয়া শুরু হয়। চলে ভোররাত পর্যন্ত।

জামালপুর-২ আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান মোহাম্মদ বাবুর সমর্থক মুস্তাফিজুর রহমান মাসুদ বলেন, সকাল ১০টার পর থেকে চিঠি দেওয়া শুরু হবে বলে বলা হয়। তাঁরা এখন অপেক্ষায় আছেন।

নরসিংদী-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী সরকার সাখাওয়াত হোসেনের চাচাতো ভাই সরকার মুস্তাক হোসেন জানান, তাঁদের বেলা ১১টায় আসতে বলা হয়েছিল। সময়মতোই এসেছেন তাঁরা।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশে দাঁড়িয়ে নেতা–কর্মীরা। ছবি: আহমেদ জায়িফ
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের আশপাশে দাঁড়িয়ে নেতা–কর্মীরা। ছবি: আহমেদ জায়িফ

বেলা ১১টার দিকে কার্যালয় থেকে মাইকে ঘোষণা দিয়ে অনুসারীদের কোনো ধরনের স্লোগান দিতে ‘না’ করা হয়। ঘোষণায় বলা হয়, যখন নাম ঘোষণা করা হবে, তখন উত্তর পাশের গেট দিয়ে ঢুকতে হবে।

এই ঘোষণার পর কর্মী-সমর্থকেরা উত্তর পাশের গেটের সামনে গিয়ে দাঁড়ান। তার আগে তাঁরা বিশৃঙ্খলভাবে এদিক-ওদিক দাঁড়িয়ে ছিলেন।

বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কার্যালয়ের ভেতর থেকে মাইকে আরেকটি ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, মহাসচিবের নির্দেশে কেউ কোনো স্লোগান দেবে না। তাঁরা শিগগির মনোনয়নের ঘোষণা দেবেন।

নেতা-কর্মীদের ভিড়ের কারণে কার্যালয়ে সামনের রাস্তার দুদিক দিয়ে ধীরে যান চলছে। ছবি: আহমেদ জায়িফ
নেতা-কর্মীদের ভিড়ের কারণে কার্যালয়ে সামনের রাস্তার দুদিক দিয়ে ধীরে যান চলছে। ছবি: আহমেদ জায়িফ

কার্যালয়ের পাশে ৮৮ নম্বর সড়ক ও সামনের সড়কে নেতা-কর্মীদের ভিড় আছে। এ কারণে কার্যালয়ে সামনের রাস্তার দুদিক দিয়ে ধীরে ধীরে যান চলাচল করছে।