সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদ থেকে মান্নানের পদত্যাগ

আজহারুল মান্নান
আজহারুল মান্নান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে গতকাল সোমবার পদত্যাগ করেছেন আজহারুল মান্নান। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

আজহারুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার সবুজ সংকেত দেওয়ার কারণে দলীয় হাইকমান্ডের নির্দেশে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব গ্রহণ করেছেন।’

বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা বলছেন, আজহারুল মান্নান নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য যোগ্য প্রার্থী। তিনি কর্মীবান্ধব নেতা। জনপ্রিয়তার কারণেই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁর বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে ২৫টি রাজনৈতিক মামলা হয়েছে, একাধিকবার জেল খেটেছেন। দলের অন্য নেতা-কর্মীদের মামলার ব্যয়ভার বহন করেছেন। এলাকায় জনপ্রিয়তা থাকায় এবং কর্মীবান্ধব হওয়ার কারণে আজহারুল মান্নানকে সবাই সমর্থন দিয়েছেন।