পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় আহত পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় আহত পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পায়ে গুলি লেগেছে। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহত ওই এসআইয়ের নাম ওবায়দুর রহমান। তিনি সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সুলতানা প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে ওবায়দুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত নিজের অস্ত্রেই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন ওবায়দুর রহমান। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন বলেন, এসআই ওবায়দুরের দুই পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। এখানে আনার পর তাঁর পায়ের এক্স-রে করার জন্য পাঠানো হয়। কিন্তু এর মধ্যেই ওই এসআইকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বলেন, এসআই ওবায়দুর রহমানকে ঢাকা মেডিকেলে আনার পর আবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।