শেষ দিন এলেন সাহারা, ফজলে নূর

ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসেন মনোনয়নপত্র জমা দিতে। ছবি: প্রথম আলো
ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসেন মনোনয়নপত্র জমা দিতে। ছবি: প্রথম আলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছেন প্রার্থীরা। আজ বুধবার সকাল থেকেই প্রার্থীরা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।

বেলা সোয়া ১১টার দিকে ঢাকা–১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। আমার এলাকার জনগণ আমার সঙ্গে আছেন।’

ঢাকা–১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছবি: সুহাদা আফরিন
ঢাকা–১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছবি: সুহাদা আফরিন

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন নিয়ম বেঁধে দেয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রার্থীর সঙ্গে সাতজনের বেশি আসতে পারবেন না। তবে ফজলে নূর তাপসের সঙ্গে সাতজনের অধিক ব্যক্তি ছিলেন। এ বিষয়ে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিধিনিষেধটি আমি দেখিনি এখনো। তবে যাঁরা এসেছেন, তাঁদের অনেককেই আমি চিনি না। নিজ থেকে তাঁরা এসেছেন।’

বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র জমা দিতে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসেন।

এ ছাড়া অনেক প্রার্থীর প্রতিনিধিরা এসে মনোনয়নপত্র জমা দিয়ে যাচ্ছেন।